kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

কালিমন্দিরে হিজড়াদের বুটিক স্টল উদ্ধোধন করলেন ডিআইজি হাবিব

নিজস্ব প্রতিবেদক   

১৫ অক্টোবর, ২০১৮ ১৮:২০ | পড়া যাবে ১ মিনিটেকালিমন্দিরে হিজড়াদের বুটিক স্টল উদ্ধোধন করলেন ডিআইজি হাবিব

ঢাকার রমনা কালিমন্দির প্রাঙ্গনে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আয়োজিত হস্তশিল্প মেলায় উত্তরণ ফাউন্ডেশন পরিচালিত উত্তরণ হিজড়াদের বুটিকের একটি স্টল আজ সোমবার উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান।

প্রায় দুই মাস আগে পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক জীবনমান উন্নয়নের লক্ষে ‘উত্তরণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঢাকাস্থ মগবাজারের একটি বাড়িতে তৃতীয় লিঙ্গের দশ জন সদস্যদের নিয়ে উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়। প্রশিক্ষণার্থীদের চাহিদা মোতাবেক তাদেরকে ব্লক-বাটিক ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হয়।

সদস্যদের সবাই এখন কর্মমূখী হবার স্বপ্ন দেখছে, মানুষের কাছে গিয়ে হাত পাতা পেশা থেকে বেরিয়ে এসে নিজের পায়ে দাড়ানোর অদম্য ইচ্ছে থেকে ইতিমধ্যে হরেক রকম সৌখিন দ্রব্য ও পোশাকসামগ্রী তৈরীর কাজ শুরু করেছে, আজকের মেলায় অংশগ্রহণের মাধ্যমে যার জয়যাত্রা শুরু হলো।

মন্তব্যসাতদিনের সেরা