kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

গাসিকের ১৪ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২২ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ১৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না দিলে তাঁদের বিরুদ্ধে সাময়িক বরখাস্তসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেয়র জাহাঙ্গীর আলম জানান, ভুক্তভোগী নাগরিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ওই ১৪ জনের মধ্যে টঙ্গী জোনের সিভিল প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো. মুজাহিদসহ ইলেকট্রিক, লাইসেন্স, হিসাব, ট্যাক্স ও বিভিন্ন ওয়ার্ডের বেশ সচিব রয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা