kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

গণপিটুনিতে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে সজীব (৩০) নামের যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত মামুন (৩৩) নামের অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার সকাল ৬টার দিকে শহরের মাসদাইরে এ ঘটনা ঘটে। 

গণপিটুনিতে আহত মামুন নারায়ণগঞ্জের গলাচিপা এলাকার কমর আলীর ছেলে। পুলিশ জানায়, গতকাল ভোরে বাপ্পী নামের এক যুবক রিকশায় করে চাষাঢ়ার দিকে যাচ্ছিলেন। এ সময় শহরের মাসদাইর ঈদগাহের সামনে তিন ছিনতাইকারী বাপ্পীর রিকশার গতিরোধ করে এবং তাঁর কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাপ্পী চিৎকার করতে শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে ওই তিন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয়। একপর্যায়ে সেখান থেকে এক ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হলেও সজীব ও মামুনকে দড়ি দিয়ে বেঁধে রাখে লোকজন। পরে দুজনের অবস্থা সংকটাপন্ন হয়ে উঠলে তাদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে সজীবের মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার এসআই মামুন মিয়া জানান, সজীব ও মামুন ছিনতাইকারী কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

মন্তব্যসাতদিনের সেরা