kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াডের প্রথম রাউন্ড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিসিএসআইআরের ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (ডিআরআইসিএম) উদ্যোগে আয়োজিত কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াডের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিসিএসআইআরের ডিআরআইসিএম মিলনায়তন এবং আইএফআরডি মিলনায়তনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এই রাউন্ডে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তিন শর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অলিম্পিয়াডের দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে বিশ্ব মেট্রোলজি দিবসে আগামীকাল সোমবার ২০ মে। দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ প্রতিযোগীরা চূড়ান্ত রাউন্ডে অংশগ্রহণ করবেন যার ফলাফল প্রকাশ করা হবে ১০ জুন ডিআরআইসিএমের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে।

বাংলাদেশে প্রথমবারের মতো এ কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। দেশে কেমিক্যাল মেট্রোলজি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মানুষের জীবনমান ও আর্থ-সামাজিক উন্নয়নে কেমিক্যাল মেট্রোলজির অবদান সম্পর্কে দেশের তরুণ প্রজন্মকে অবহিত করা এবং এ বিষয়ে আগ্রহী করে তোলার উদ্দেশেই এই অলিম্পিয়াডের আয়োজন।

 

মন্তব্যসাতদিনের সেরা