kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

সেমিনারে কৃষিমন্ত্রী

প্রয়োজনের চেয়ে ধান উৎপাদন বেশি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক   

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে রয়েছে দেশের কৃষি খাত। তবু সরকারের নানা রকম উদ্যোগের ফলে দেশে এখন প্রয়োজনের চেয়ে বেশি ধান উৎপাদন হচ্ছে। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক গতকাল শনিবার এক সেমিনারে এ কথা বলেন।

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) সেমিনার হলে ‘জলবায়ু পরিবর্তন : কৃষি খাতের চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষিমন্ত্রী।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘ধানের অধিক ফলন হয়েছে। আবার দাম নিয়ে সমস্যা হয়েছে। আমরা এসব সমস্যা কাটাতে বিভিন্ন ধরনের পরিকল্পনা করছি।’

যৌথভাবে কৃষি তথ্য সার্ভিস, আইডিইবি ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) আয়োজিত এ সেমিনারে আরো বক্তব্য দেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদ, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. মো. নুরুল ইসলাম, সাবেক কৃষিসচিব আনোয়ার ফারুক, বিসিজেএফের সভাপতি কাওসার রহমান প্রমুখ।

 

মন্তব্যসাতদিনের সেরা