kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

কালশী-বাউনিয়া খালে পাইপ ড্রেন নির্মাণ ডিএনসিসির

প্রকল্প বাস্তবায়নে খরচ হচ্ছে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক   

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজলাবদ্ধতা নিরসনে কালশী খাল থেকে বাউনিয়া খাল পর্যন্ত পাইপ ড্রেন নির্মাণ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই ড্রেন নির্মাণের কাজ শেষ হলে কালশী এলাকার জলাবদ্ধতা নিরসন হবে বলে জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

ডিএনসিসি জানায়, কালশী এলাকায় ভারি বৃষ্টিপাত হলে পুরো এলাকার পানি কালশী খাল দিয়ে প্রবাহিত হতে অনেক সময় লাগে। সৃষ্টি হয় জলাবদ্ধতা। তাই কালশী খালের অতিরিক্ত পানি পাইপ ড্রেন দিয়ে প্রবাহিত হয়ে বাউনিয়া খালে পড়বে। ফলে খুব অল্প সময়ের মধ্যেই কালশী এলাকার পানি সরানো সম্ভব হবে। পাইপলাইন ড্রেন বানানোর কাজ এরই মধ্যে ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে পুরো কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে। এক হাজার ১১৮ মিটার লম্বা পাইপলাইন ড্রেন নির্মাণের এই প্রকল্পটি বাস্তবায়নে খরচ হচ্ছে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘পাইপ ড্রেন নির্মাণের পর ওই এলাকায় জলাবদ্ধতার সমস্যা হবে না।’ উল্লেখ্য, এর আগে ওয়াসার মালিকানাধীন কালশী খাল পরিষ্কার করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

 

মন্তব্যসাতদিনের সেরা