kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

পরিষেবা সংস্থাগুলোকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক   

১৮ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেওয়াসা, তিতাস, ডিপিসিসি ও ডেসকোর মতো পরিষেবা দেওয়া সংস্থাগুলো দুই ভাগে ভাগ করে ‘নগর সরকারের’ অধীনে দেওয়ার প্রস্তাব দিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এসব পরিষেবা সংস্থাকে ঢাকার দুই সিটি করপোরেশন সমন্বয় করলে নাগরিকদের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলেও মনে করেন তিনি। গতকাল শুক্রবার মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন তিনি। 

ডিএসসিসি মেয়র বলেন, ‘সিটি করপোরেশনকে দুই ভাগে ভাগ করার প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ছিল খুবই সুদূরপ্রসারী। কর্মসংস্থানের কারণে ঢাকায় প্রতিবছর হাজারো মানুষ রাজধানীতে আসেন। তাই যেভাবে সিটি করপোরেশনকে বিভক্ত করা হয়েছে সেভাবে পরিষেবা সংস্থাগুলোকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে ভাগ করলে সেবা প্রদান সহজ হবে।’

রাজধানীবাসীকে সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে এখনো সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে উল্লেখ করে সাঈদ খোকন বলেন, ‘সেবা প্রদানের ক্ষেত্রে সমন্বয়হীনতা এখনো অনেক বড় প্রতিবন্ধকতা। নগর ব্যবস্থাপনার ক্ষেত্রে এই প্রতিবন্ধকতা দূর করা জরুরি।’

মন্তব্যসাতদিনের সেরা