kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

ছোট করে

সেই নবজাতক এখন ‘ছোটমণি নিবাসে’

নিজস্ব প্রতিবেদক   

১৭ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর শেরেবাংলানগরের শিশু হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা নবজাতককে ‘ছোটমণি নিবাস’ নামে সমাজকল্যাণ অধিদপ্তরের একটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়কের কাছে তাকে হস্তান্তর করে পুলিশ ।

শেরেবাংলানগর থানার ওসি জানে আলম মুন্সি জানান, নবজাতকের পরিবারকে পুলিশ খুঁজছে। এখন পর্যন্ত পরিবারের কোনো সন্ধান পাওয়া না গেলেও বেশ কিছু তথ্য-প্রমাণ মিলেছে। যেকোনো সময় শিশুর মা-বাবার পরিচয় পাওয়া যেতে পারে। শিশুটি ছোটমণি নিবাসেই থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত ওখানেই থাকবে। কেউ যদি দত্তক নিতে চায় তবে কোর্টের মাধ্যমে নিতে হবে।’

মন্তব্যসাতদিনের সেরা