kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

ছোট করে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সব ধরনের সভা সমাবেশে নিষেধাজ্ঞা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো জেলা, উপজেলা বা অঞ্চলভিত্তিক কোনো সংগঠন বা সমিতির সভা-সমাবেশ ও জমায়েত ক্যাম্পাসের অভ্যন্তরে নিষিদ্ধ করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, সেই আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করছে কত দিন এ নিষেধাজ্ঞা থাকবে।

মন্তব্য