kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

ছোট করে

হারিয়ে যাওয়া ১১ শিশু ফিরল মা-বাবার কোলে

নিজস্ব প্রতিবেদক   

১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর ওয়ারী থেকে বাবার সঙ্গে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল আট বছর বয়সী মায়ামনি। লোকের ভিড়ে মায়ামনি হারিয়ে ফেলে তার বাবা গোপভঠকে। বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে মায়ামনি। অবশেষে তাকে পুলিশ নিয়ে যায় রমনা পার্কে স্থাপিত লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে। মাইকিং করে পুলিশ তার বাবাকে খুঁজে নিয়ে এসে ফিরিয়ে দেয়। পুলিশ জানায়, ওই শিশু ছাড়াও শাহরিয়ার, মুন্নি, রবিউল, মীম, আদন, সিনহা, তানভীর, মামুন, সাফা, সোহান—এরাও হারিয়ে ফেলেছিল তাদের মা-বাবাকে। হারিয়ে যাওয়া শিশুদের নেওয়া হয় লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে। পরে মাইকিং করে তাদের হারানো মা-বাবার কোলে ফিরিয়ে দেয় পুলিশ।

মন্তব্য