kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

হাত-পায়ের রগ কেটে নারী হত্যা

নিজস্ব প্রতিবেদক   

১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর মোহাম্মদপুরে হাত-পায়ের রগ কেটে অজ্ঞাতপরিচয় এক নারীকে (৩০) হত্যা করা হয়েছে। মোহাম্মদপুরের চান মিয়া হাউজিংয়ের ৪ নম্বর সড়কের একটি টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ নিহত নারীর পরিচয় জানতে পারেনি।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গত ৬ এপ্রিল টিনশেড বাড়ির কক্ষটি ভাড়া নেন একজন পুরুষ। শনিবার সকালে বাড়ির অন্য আরেকটি কক্ষের একজন ভাড়াটিয়া বাথরুমে একটি চাকু পড়ে থাকতে দেখেন। তাঁর সন্দেহ হলে তিনি নতুন ভাড়াটিয়ার কক্ষের জানালা দিয়ে উঁকি দেন। সেখানে রক্তাক্ত অবস্থায় ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন তিনি।। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

মন্তব্য