kalerkantho

মঙ্গলবার । ২১ মে ২০১৯। ৭ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৫ রমজান ১৪৪০

বছরের প্রথম দিনে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক   

১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঝোড়ো হাওয়াসহ বৃষ্টির মধ্য দিয়ে শেষ হয়েছে ১৪২৫ বঙ্গাব্দের শেষ দিন। ১৪২৬ বঙ্গাব্দের প্রথম দিনেও দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস রয়েছে। তবে তাপমাত্রা আজ রবিবার এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, পহেলা বৈশাখে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ঢাকাসহ দেশের কোনো কোনো স্থানে হালকা থেকে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। গতকাল টাঙ্গাইল জেলায় ৬৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঢাকা জেলায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৩৩ মিলিমিটার। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্র ছিল খুলনা বিভাগে। খুলনা জেলায় সাড়ে ৩৫ ডিগ্রি তাপমাত্র রেকর্ড করা হয়েছে।

মন্তব্য