kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

ছোট করে

দেশবাসীর জন্য ওবায়দুল কাদেরের শুভেচ্ছা

বাংলা নববর্ষ

নিজস্ব প্রতিবেদক   

১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল শনিবার বিকেলে সিঙ্গাপুরে বসে তিনি শুভেচ্ছাবার্তায় লেখেন, “লিখতে না পারার বেদনা নীরবে অশ্রু ঝরায়। ঘুমহীন চোখে রাত কাটে দিগন্তে স্বপ্নের ডানা মেলে। তবু...নতুন বছরে বাংলাদেশের নতুন কোনো দুর্ভাবনা নেই। সতেরো কোটি মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে শুধু একজন শেখ হাসিনা নিরন্তর জেগে থাকেন বলে। ‘শুভ নববর্ষ’।”

এক মাস চিকিৎসাধীন থাকার পর সিঙ্গাপুরের মাউথ এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ ওবায়দুল কাদেরকে গত ৫ এপ্রিল দুপুরে ছাড়পত্র দেয়। হাসপাতালের কাছে একটি ভাড়া করা ফ্ল্যাটে তিনি অবস্থান করছেন। তিনি সেখান থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন। যথেষ্ট বিশ্রাম শেষে এ মাসেই তিনি দেশে ফিরতে পারেন বলে তাঁর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। ষাটোর্ধ্ব ওবায়দুল কাদের হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে ভুগছেন। তবে সফল বাইপাস সার্জারির পর ডায়াবেটিস ও কিডনির সমস্যাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতা কমে এসেছে ওবায়দুল কাদেরের।

মন্তব্য