kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

রূপগঞ্জে হাতি দিয়ে চাঁদাবাজি আটক ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জের রূপগঞ্জে হাতিকে দিয়ে বিভিন্ন যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজি করানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে গতকাল শনিবার উপজেলার পূর্বাচল উপশহর থেকে হাতির দুই মাহুতকে (চালক) আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মুখি এলাকার সরাফত আলীর ছেলে আমির হোসেন ও গাজীপুর জেলার জয়দেবপুর থানার সদর এলাকার মৃত হাফিজউদ্দিনের ছেলে মেহেদী হাসান মুন্না।

রূপগঞ্জ থানার এসআই সোহরাব হোসেন জানান, অনেক দিন ধরেই হাতির মাধ্যমে চাঁদাবাজি করে আসছিল।

মন্তব্য