kalerkantho

বুধবার । ২৬ জুন ২০১৯। ১২ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

বৌদ্ধ-খ্রিস্টানদের সংহতি

শ্রীলঙ্কায় কঠোর নিরাপত্তায় জুমার নামাজ আদায়

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসেনা ও পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে গতকাল জুমার নামাজ আদায় করেছে শ্রীলঙ্কার মুসলিমরা। এদিন ক্ষতিগ্রস্ত মসজিদগুলোতেও নামাজের ব্যবস্থা করা হয়। পুলিশ জানিয়েছে, তামিল বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ের দশম বার্ষিকী এবং বৌদ্ধদের ধর্মীয় উৎসব উপলক্ষে দেশজুড়ে এই সপ্তাহে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিন প্রচুরসংখ্যক স্থানীয় বৌদ্ধ ও ক্যাথলিক খ্রিস্টান ধর্মীয় গুরুরা মুসলিমদের প্রতি নিজেদের সংহতি জানাতে উপস্থিত ছিলেন।

শ্রীলঙ্কায় জঙ্গি হামলার তিন সপ্তাহ পর বিভিন্ন শহরে মুসলিমদের বিরুদ্ধে হামলার ঘটনা বাড়ে। একপর্যায়ে দেশটির সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে কারফিউ জারি করে। গত বৃহস্পতিবার তা প্রত্যাহার করা হয়।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার ক্ষতিগ্রস্ত কিনিয়ামা মসজিদের ট্রাস্টি এম আই এম সিদ্দিকী টেলিফোনে সংবাদমাধ্যমে জানান, গতকাল তাদের মসজিদে ‘৪৫০ থেকে ৫০০ জন মুসলিম নামাজ পড়েছেন।’ সূত্র : এএফপি।

 

মন্তব্যসাতদিনের সেরা