kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

সৌদি আরবে এক দিনে ৩৭ জনের শিরশ্ছেদ

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে গতকাল ৩৭ জনের শিরশ্ছেদ করা হয়েছে। রিয়াদ, মক্কা, মদিনা, সংখ্যালঘু শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চল প্রদেশ ও প্রধানত সুন্নি অধ্যুষিত অঞ্চল কাসিমে এই শিরশ্ছেদ করা হয়। দেশটির সরকারি সংবাদ সংস্থা (এসপিএ) জানিয়েছে, সন্ত্রাসবাদে জড়ানো, চরমপন্থী মতাদর্শ পোষণ, দুর্নীতি এবং দেশকে অস্থিতিশীল করার জন্য সন্ত্রাসী সেল গঠনের কারণে তাদের শিরশ্ছেদ করা হয়েছে।

এসপিএ প্রকাশিত তথ্য অনুযায়ী, এ ৩৭ জনকে নিয়ে সৌদি আরবে এ বছর অন্তত ১০০ জনের শিরশ্ছেদ করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী গত বছর ১৪৯ জনের শিরশ্ছেদ করা হয়েছিল। ২০১৬ সালের পর সৌদি আরবে এই প্রথম গণহারে শিরশ্ছেদের ঘটনা ঘটল। সে সময় একই দিনে ৪৭ জনের শিরশ্ছেদ করা হয়েছিল। সূত্র : এএফপি।

মন্তব্য