kalerkantho

সোমবার । ২০ মে ২০১৯। ৬ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৪ রমজান ১৪৪০

৪৫ শিশু নিহত

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা ৩২০ জনেরও বেশি। এর মধ্যে কমপক্ষে ৪৫টি শিশুও রয়েছে।  গতকাল মঙ্গলবার জাতিসংঘ এ তথ্য জানায়।

জেনেভায় জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র ক্রিস্টোফে বাউলিরাক সাংবাদিকদের বলেন, নিহত শিশুর সংখ্যা আরো বাড়তে পারে। অনেক শিশু মারাত্মকভাবে আহত এবং আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছে। নেগোম্বোর সেন্ট সেবাস্টিয়ান গির্জায় ২৭টি শিশু নিহত এবং ১০ জন আহত হয়। বাত্তিকালোয়ায় একটি ১৮ মাসের শিশুসহ ১৩টি শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইউনিসেফ। নেগোম্বো ও বাত্তিকালোয়ায় নিহত ৪০টি শিশুই শ্রীলঙ্কার নাগরিক। এ ছাড়া হামলায় পাঁচটি বিদেশি শিশুও নিহত হয় বলে বাউলিরাক নিশ্চিত করেছেন। যদিও তাত্ক্ষণিকভাবে এদের পরিচয় নিশ্চিত করেননি তিনি।

এদিকে ড্যানিশ ধনকুবের আন্দ্রেস হলেস ফাওলসেনের চার সন্তানের মধ্যে তিনজনই এই সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে বলে জানিয়েছেন ফাওলসেনের কম্পানির এক মুখপাত্র। বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমের এক নাতি আট বছর বয়সী জায়ান চৌধুরীও রয়েছে।

সূত্র : এএফপি।

মন্তব্য