kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

শ্রীলঙ্কায় মসজিদে পেট্রলবোমা হামলা

কালের কণ্ঠ ডেস্ক   

২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশ্রীলঙ্কায় গির্জা, হোটেলসহ আট জায়গায় প্রাণঘাতী বোমা হামলার পর মসজিদে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া মুসলিম মালিকানাধীন দুটি দোকানেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে মসজিদে ওই হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদমাধ্যম জানায়, দেশটির পুত্তালুম জেলায় একটি মসজিদে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এ ছাড়া বান্দারাগামা এলাকায় মুসলিম মালিকানাধীন অন্তত দুটি দোকান ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে।

এর আগে রবিবার ইস্টার সানডেতে তিনটি গির্জা ও তিনটি হোটেলে বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় ২৯০ জন। আহত হয় পাঁচ শতাধিক।

কে বা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। সূত্র : রয়টার্স।

 

মন্তব্য