kalerkantho

সোমবার । ২০ মে ২০১৯। ৬ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৪ রমজান ১৪৪০

সুদান সংকট

বেসামরিক প্রশাসন ঘোষণার প্রস্তুতি আন্দোলনকারীদের

কালের কণ্ঠ ডেস্ক   

২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসুদানে বেসামরিক প্রশাসনের দাবিতে রাজধানী খার্তুমে বিক্ষোভ সমাবেশ অব্যাহত আছে। এরই মধ্যে আন্দোলনকারীরা নিজেরাই বেসামরিক প্রশাসন ঘোষণার প্রস্তুতি নিচ্ছে বলে খবর বেরিয়েছে। এ পরিস্থিতিতে দেশটিতে নবগঠিত সামরিক পরিষদের কার্যকারিতা হুমকির মুখে পড়েছে।

খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত ডিসেম্বরে সুদানে শুরু হওয়া আন্দোলনই ধীরে ধীরে সরকারবিরোধী রূপ পায়। চার মাস ধরে চলা এ লড়াই-সংগ্রামের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দেশটির পেশাজীবী সংগঠন দ্য সুদান প্রফেশনাল অ্যাসোসিয়শন। গতকাল শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি বলছে, আগামীকাল রবিবার স্থানীয় সময় বিকেল ৫টায় বেসামরিক পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হবে। সেনা কমপ্লেক্সের বাইরে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হবে। এতে বিদেশি কূটনীতিকরাও আমন্ত্রিত থাকবেন।

গত ১১ এপ্রিল সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিন দশকের শাসক প্রেসিডেন্ট ওমর আল বশির। এর পরপরই সামরিক পরিষদ গঠনের ঘোষণা আসে। এর নেতৃত্বে আসেন বশির সরকারের প্রতিরক্ষামন্ত্রী আহমেদ আউয়াদ ইবনে আউফ। তবে শপথগ্রহণের পরপরই সরে যেতে হয় বশিরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আউফকে। স্থলাভিষিক্ত হন সেনা কর্মকর্তা জেনারেল আবদেল ফাত্তাহ-আল বুরহান। সূত্র : এএফপি।

মন্তব্য