kalerkantho

সোমবার । ২৪ জুন ২০১৯। ১০ আষাঢ় ১৪২৬। ২০ শাওয়াল ১৪৪০

প্রচার নয় অনেকটা সময় দিলেন পূজা আর প্রার্থনায় রাহুল গান্ধী

১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রচার নয় অনেকটা সময় দিলেন পূজা আর প্রার্থনায় রাহুল গান্ধী

প্রচার নয়, গতকাল বুধবার নিজের নির্বাচনী কেন্দ্র ওয়েনাডে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অনেকটা সময় দিলেন পূজা আর প্রার্থনায়। এদিন সকাল সকালই তিনি হাজির হন কেরালার বিখ্যাত পাপনাশিনী নদীর কাছের থিরুনেলি মন্দিরে। সেখানেই নিজের পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনায় পূজা দেন তিনি। এই নদীর স্রোতেই ভাসানো হয়েছিল তাঁর বাবা রাজীব গান্ধীর দেহভস্ম। ছবি : আনন্দবাজার পত্রিকা

মন্তব্য