kalerkantho

ট্রাম্পের বিতর্কিত টুইটের জের

মুসলিম আইন প্রণেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ

কালের কণ্ঠ ডেস্ক   

১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে কংগ্রেসের মুসলমান সদস্যের ছবির সঙ্গে টুইন টাওয়ারে হামলার দৃশ্যজুড়ে পোস্ট করলে ওই সদস্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইলহাম ওমর নামের ওই সদস্যের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসি। তবে হোয়াইট হাউসের দাবি, ওমরের নিরাপত্তা সংকটে ফেলার উদ্দেশ্যে এই ভিডিও পোস্ট করেননি প্রেসিডেন্ট।

ন্যান্সি পেলোসি টুইটার থেকে মিনেসোটার কংগ্রেস সদস্য ওমরের ওই ভিডিওটি সরিয়ে নেওয়ার জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ওমর ও তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা নিয়েছেন। এক বিবৃতিতে পেলোসি বলেন, ‘প্রেসিডেন্টের টুইটের পর আমি ওমর, তাঁর পরিবার ও তাঁর কর্মীদের নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিশের সঙ্গে আলোচনা করেছি।’ সূত্র : এএফপি।

মন্তব্য