kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

ইয়েমেনে ৫২ লাখ শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে

কালের কণ্ঠ ডেস্ক   

২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইয়েমেনে যুদ্ধের কারণে খাদ্য এবং জ্বালানির মূল্য ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ৫০ লাখেরও বেশি শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে গতকাল বুধবার সেভ দ্য চিলড্রেন সতর্ক করে দিয়েছে। নতুন এক প্রতিবেদনে ব্রিটেনভিত্তিক সংস্থাটি জানিয়েছে, লোহিত সাগরের হোদেইদা বন্দর দিয়ে পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে দুর্ভিক্ষের তীব্রতা অবর্ণনীয় হয়ে দেখা দিতে পারে।

এ মাসের প্রথম দিকে সেভ দ্য চিলড্রেন জানিয়েছিল, তারা চলতি বছরের এ পর্যন্ত তীব্র অপুষ্টিতে ভোগা পাঁচ বছরের কম বয়সী প্রায় চার লাখ শিশুকে চিকিৎসা দিয়েছে। তারা এই বলে সতর্ক করে দেয়, বছর শেষ হওয়ার আগেই ৩৬ লাখ শিশুর মৃত্যু হতে পারে। আর এখন জানাল, খাদ্যমূল্য ও পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় নতুন করে আরো ১০ লাখ শিশু দুর্ভিক্ষের শিকার হবে। সব মিলিয়ে ৫২ লাখ শিশু দুর্ভিক্ষের মুখে পড়বে বলে জানায় তারা।

সূত্র : বিবিসি।

মন্তব্য