kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

ওপার বাংলার মঞ্চে নাট্যকথনের 'কতরঙ'

কালের কণ্ঠ অনলাইন   

২৮ নভেম্বর, ২০১৮ ১৭:০১ | পড়া যাবে ১ মিনিটেওপার বাংলার মঞ্চে নাট্যকথনের 'কতরঙ'

'আন্তর্জাতিক নাট্যোৎসব-২০১৮' উপলক্ষে ওপার বাংলার মঞ্চে নাটক পরিবেশন করবে বাংলাদেশের নবগঠিত নাট্য সংগঠন 'নাট্যকথন থিয়েটার'। অংকুর নাট্য সংস্থার আয়োজনে এই উৎসবটি অনুষ্ঠিত হবে হাওড়ার বালিতে।

২ ডিসেম্বর রবিবার নাট্যকথন পরিবেশন করবে মঞ্চনাটক 'কতরঙ'। ড. মুকিদ চৌধুরীর রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন চিন্ময় দেবনাথ। এতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন মনিভূষণ ভট্টাচার্য, সারওয়ার কামাল রবিন, মিতিশ সরকার, তামিমা তিথি, প্রিয়ন্ত পাল, ওয়াহিদা সুলতানা আশা, মাহমুদুল হাসান, সাদ্দাম মুক্তাদির।

'কতরঙ' এর সঙ্গীত পরিচালনা এবং শব্দ ব্যবস্থাপনায় আছেন সেলিম আহমেদ। আলোক ব্যবস্থাপনায় এ. এস. এম সায়েম। উল্লেখ্য, 'নাটক কথা বলুক জীবনের' স্লোগান নিয়ে এক ঝাঁক নবীন-প্রবীণ সংস্কৃতিকর্মীদের সমন্বয়ে ময়মনসিংহে চলতি বছরেই যাত্রা শুরু করেছে 'নাট্যকথন থিয়েটার'। 

মন্তব্যসাতদিনের সেরা