kalerkantho

বৃহস্পতিবার । ১৬ আশ্বিন ১৪২৭ । ১ অক্টোবর ২০২০। ১৩ সফর ১৪৪২

ফরিদপুরে কাল থেকে পাঁচ দিনব্যাপী নাট্যাৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৭ অক্টোবর, ২০১৮ ১৫:২৭ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরে কাল থেকে পাঁচ দিনব্যাপী নাট্যাৎসব শুরু

“পুষ্প হাতে সূর্য জ্যোতি”-এ শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব। এ উৎসব চলবে আগামী ১২ অক্টোবর শুক্রবার পর্যন্ত।

এ উপলক্ষে আজ রবিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে উৎস নাট্য দলের উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, উৎসবের প্রথম দুই দিন নাট্যকার মান্নান হীরার ছয়টি পথ নাটক শহরের স্বাধীনতা মঞ্চে এবং পরের তিন দিন শহরের জসীমউদ্দীন হল মঞ্চে আরও ছয়টি নাটক মঞ্চায়ন করা হবে। উৎসব চলবে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত ৯টা পর্যন্ত। 

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এই উৎসবে ঢাকার আরণ্যক নাট্য দল ও উৎস নাট্য দল এবং ফরিদপুরের খেয়ালী নাট্য সম্প্রদায়, তারুণ্য নাট্য দল, থিয়েটার সুরলোক, সং থিয়েটার, বাংলা থিয়েটারসহ মোট সাতটি দল অংশ নিচ্ছে। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নাট্যাৎসব কমিটির আহ্বায়ক আমিনুর রহমান ফরিদ, লেখক মফিজ ইমাম মিলন, উৎস নাট্য দলের সভাপতি ইমরান হোসেন ইমু, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, করুণা বিশ্বাস, তাসলিমা ইসলাম লিজা,ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানউজ্জামানসহ বিভিন্ন নাট্য দলের কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা