kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

চাঁদপুরে সাংস্কৃতিক উৎসব

চাঁদপুর প্রতিনিধি    

২০ জুলাই, ২০১৮ ২১:১৪ | পড়া যাবে ১ মিনিটেচাঁদপুরে সাংস্কৃতিক উৎসব

নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে শুরু হয়েছে সাংস্কৃতিক উৎসব।

এ উপলক্ষে আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শহরের শপথ চত্বর ঘুরে শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয় শোভাযাত্রা।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক শওকত ওসমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমুখ।

সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব-২০১৮ এর আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম দিন গান, নৃত্য পরিবেশিত হয়। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এই উৎসবের সহযোগিতায় রয়েছে জেলা তথ্য অফিস ও জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। 

মন্তব্যসাতদিনের সেরা