kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

এফএলজে ফোরামের আহ্বায়ক কমিটি গঠিত

কালের কণ্ঠ অনলাইন   

২২ এপ্রিল, ২০১৬ ২১:০২ | পড়া যাবে ১ মিনিটেএফএলজে ফোরামের আহ্বায়ক কমিটি গঠিত

দেশের ফ্যাশন ও লাইফ স্টাইল বিষয়ক সাংবাদিকদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং নিজেদের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচিত হচ্ছিল। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটল। সম্প্রতি একটি রেস্তোরাঁয় বিশদ আলোচনার পর ফ্যাশন ও লাইফ স্টাইল সাংবাদিকদের সংগঠন হিসেবে এফএলজে ফোরামের আত্মপ্রকাশ ঘটেছে। 

দেশের শীর্ষস্থানীয় পত্রিকার শীর্ষস্থানীয় সব সাংবাদিকদের উপস্থিতিতে ‘ফ্যাশন-লাইফ স্টাইল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ’ বা সংক্ষেপে এফএলজে ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রঞ্জু চৌধুরীকে (সমকাল) আহ্বায়ক ও হিমেল চৌধুরীকে (যুগান্তর) সদস্য সচিব ঘোষণা করা হয়।  

এ ছাড়াও প্রাথমিক কমিটির অন্য পাঁচ সদস্য হলেন- কঙ্কা করিম (নিউএজ), শেখ সাইফুর রহমান (ফ্যাশন কলামিস্ট), মহসীনা লাইজু (কালের কন্ঠ), খালেদ আহমেদ (ইত্তেফাক) এবং আশরাফুল ইসলাম রানা (ভোরের কাগজ)। 

আহ্বায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে চুড়ান্ত কমিটি ঘোষণা করবে। সভায় সংগঠনের রূপরেখা, লক্ষ্য উদ্দেশসহ গঠনতন্ত্রের খসড়া চুড়ান্ত করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা