kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

আবু রেজার শিশুতোষ গল্পের বই 'ব্যাঙ ও বাদুড়'

কালের কণ্ঠ অনলাইন   

১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:০৮ | পড়া যাবে ১ মিনিটেআবু রেজার শিশুতোষ গল্পের বই 'ব্যাঙ ও বাদুড়'

অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে শিশুসাহিত্যিক আবু রেজার শিশুতোষ গল্পের বই 'ব্যাঙ ও বাদুড়'। গল্পের সঙ্গে চমৎকার সব  ইলাস্ট্রেশন সহযোগে ব্যাঙ ও বাদুড়কে কেন্দ্র করে বন্য পশু-পাখিদের মজার গল্প ফুটিয়ে তোলা হয়েছে এ বইয়ে। বইটি প্রকাশ করেছে কালান্তর, প্রচ্ছদ করেছে টিম লিকুইড। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের সাকী পাবলিসার্সের ৪০৪ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মূল্য ১০০ টাকা।

এর আগে লেখক আবু রেজার ত্রিপুরা আদিবাসী লোককাহিনি (২০১২), দেশি ভূতের গল্প (২০১২), আমাদের লৌকঐতিহ্য (২০১০), ভিন দেশি ভূতের গল্প (২০০৯), সুন্দর পরিবেশ সুস্থ জীবন (২০০২), আমার পরিচয় আমার সম্পদসহ (২০০০) বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়।

ব্যাঙ ও বাদুড় বই প্রসঙ্গে আবু রেজা বলেন, আদিবাসী লোককাহিনীর ভাষান্তর এটি। বন্য পশুপাখির প্রতি প্রায় সব শিশুর ব্যাপক আগ্রহ থাকে। এসব প্রাণিকুল নিয়ে শিশুরা গল্প শুনতে ও বলতে পছন্দ করে। শিশুদের আনন্দ দিতেই বইটি রচিত হয়েছে।

 

মন্তব্যসাতদিনের সেরা