<p>লক্ষ্মীপুরে অবৈধভাবে মানি লন্ডারিং ব্যবসার অভিযোগে খলিলুর রহমান ও খোকন দেবনাথ নামের ২ ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ১২টি দেশের ৪৮ লাখ ৬১০ টাকার বিদেশি মুদ্রা জব্দ করা হয়।</p> <p>সোমবার (১২ মে) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এ অভিযান চালায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাউফলে তালগাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/05/12/1747047348-fb77ae401acb499a7d502bb9f7bbee73.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাউফলে তালগাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/05/12/1516514" target="_blank"> </a></div> </div> <p>আটক খলিল চন্দ্রগঞ্জ বাজারের আল মদিনা বস্ত্রালয়ের মালিক ও খোকন শ্রী শ্রী নিতাই গৌরী বস্ত্রালয়ের মালিক।</p> <p>জানা যায়, খোকন ও খলিল দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জ বাজারে অবৈধভাবে মানি লন্ডারিংয়ের ব্যবসা করে আসছেন। সোমবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে আল মদিনা ও শ্রী শ্রী নিতাই গৌরী বস্ত্রালয়ে সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় দুটি প্রতিষ্ঠান থেকে ১২টি দেশের ৪৮ লাখ ৬১০ টাকার বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। অবৈধভাবে মানি লন্ডারিং ব্যবসা করার অভিযোগে দুজনকে আটক করা হয়। </p> <p>লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন রাহাত জানান, বিদেশি মুদ্রাসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।</p>