<p>রাজশাহীতে পাঁচ কেজি হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাংগোবাড়ী এলাকা থেকে তাদের আটক হয়।</p> <p>গ্রেপ্তাররা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ী গ্রামের মো. আবুল কাশেমের স্ত্রী মোসা. নাজমা (৫৩) এবং মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী তাহমিনা বেগম মিনু (৫৫)। </p> <p>রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন বলেন, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির এক পর্যায়ে পাঁচ কেজি হেরোইনসহ দুই নারীকে আটক করা হয়।</p> <p>তিনি আরো বলেন, এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।</p>