<p style="text-align:justify">অপারেশন ডেভিল হান্টে খুলনা মহানগরীতে গত ২৪ ঘণ্টায় সোহাগ নামের তিন ব্যক্তিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p style="text-align:justify">গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহাগ ফরাজী (৩২), সোহাগ দেওয়ান (৪১), মো. সোহাগ শেখ (৪২) মো. রানা চৌধুরী (৩৯), রফিকুল ইসলাম পলাশ (৪০), বেল্লাল হোসেন (৬০), হাবিবুবর রহমান মিনা (৭৫), লতিফুন্নেছা (৬৫), মো. রেজাউল করিম, মো. রফিক (৩৮), নারায়ন চন্দ্র সরকার (৬০), শেখ আরিফউল্লাহ (৬০), মো. এস. এম. পান্না সরদার (৩৭), মো. শুকুর আলী (২৬), মারুফ আহম্মেদ সুজন (২২), শেখ সামছুর রহমান (৫০), মোস্তফা শিকদার মোস্ত বাউল (৫৩) ও মরিয়ম বেগম (৫২)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বইমেলায় পাঠক-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/14/1739536161-cc326e7e7ce16ead3901f787662a0919.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বইমেলায় পাঠক-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/02/14/1480947" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কেএমপির মিডিয়া সেল জানায়।<br />  </p>