<p>সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা বাংলাদেশ ছাত্রলীগের কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম স্বাধীনকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।</p> <p>মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া পৌরসভার ভাঙার মুখ এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে চকরিয়া থানার একদল পুলিশ।</p> <p>গ্রেপ্তার নাজমুল ইসলাম স্বাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও রাজধানী পাড়ার নজরুল ইসলামের ছেলে।</p> <p>নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম স্বাধীনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার পুলিশ।</p> <p>এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা স্বাধীনকে নাশকতার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। </p>