<p style="text-align:justify">‘জিয়ার সৈনিক’ স্লোগান দিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহারভুক্ত আসামি উপজেলা যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির ৩১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১৬০-১৭০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে শনিবার মামলাটি করেন। </p> <p style="text-align:justify">শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া ও ১০ পুলিশকে মারধর করে আহত করা এবং থানা কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলাটি করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সংখ্যালঘুদের ওপর বেশির ভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত : পুলিশ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/11/1736601958-26772b7ca40d82dfe5fb4182b5d5dc31.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সংখ্যালঘুদের ওপর বেশির ভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত : পুলিশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/11/1467540" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">মামলায় উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা, সদস্য সচিব মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদুল হক, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও মামলাটিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও ১৬০-১৭০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। </p> <p style="text-align:justify">ওসি জানান, ঘটনার সঙ্গে যারা জড়িত সবাইকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। আহত পুলিশ সদস্যদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।</p> <p style="text-align:justify">উল্লেখ্য, শুক্রবার রাত ১০টার দিকে থানার অফিসকক্ষ থেকে একটি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে ছিনিয়ে নিয়ে যায় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।</p>