<p style="text-align:justify">স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিগত পনের বছরে আমাদের দেশ থেকে পার্শ্ববর্তী দেশ ভারত সকল সুবিধা নিয়েছে। লুটপাট করে অনেকে এখন সেখানে আশ্রয় নিয়েছে। এখন তারা বাড়তি সুযোগ না পেয়ে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে।</p> <p style="text-align:justify">সীমান্তে কোনো প্রকার বাড়াবাড়ি সহ্য করা হবেনা বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে তিনি খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কন্যাশিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, অতঃপর..." height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/09/1733732555-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কন্যাশিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, অতঃপর...</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/09/1455564" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার কঠোর বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, 'সকল প্রকার সিন্ডিকেট ভাঙ্গতে হবে। কোন রাজনৈতিক দলকে বাড়তি সুযোগ দেওয়া হবেনা উল্লেখ করে তিনি বলেন, সকল প্রকার চাঁদাবাজি বন্ধে আরও কঠোর হতে হবে। মাদকের ব্যাপারে সরকার জিরো টলারেন্স উল্লেখ করে তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অন্যান্য সংস্থা সহযোগিতা করবে। যতদিন পর্যন্ত তাদেরকে হাতিয়ার না দেওয়া হয় ততদিন তারা পুলিশ বা অন্য কোন বাহিনীর সহযোগিতা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করবে।'</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘অপুদি কে ভালোবাসি’, বুবলী প্রসঙ্গে বললেন পরীমনি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/09/1733732502-64eb781101bc3b36264c66f7a20e868e.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘অপুদি কে ভালোবাসি’, বুবলী প্রসঙ্গে বললেন পরীমনি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/09/1455563" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">জুলাই-আগষ্ট বিপ্লবের পর অনেক থানা থেকে অস্ত্র লুট হয়েছে। এগুলো উদ্ধার না হওয়ায় আইন-শৃংখলা রক্ষায় কিছুটা বিঘ্ন ঘটতে পারে এমন আশংকা করে তিনি বলেন, 'এজন্য আরো কঠোর হয়ে অস্ত্র উদ্ধার অভিযান চালাতে হবে। যেসব শীর্ষ সন্ত্রাসী ২০/২৫ বছর ধরে কারাভোগ করে এখন মুক্ত হয়েছে তাদের ব্যাপারেও আইন-শৃংখলা বাহিনীকে সজাগ থাকার আহবান জানার স্বরাষ্ট্র উপদেষ্টা।'</p> <p style="text-align:justify">সাম্প্রতিক সময়ে মব জাস্টিস বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, 'অনেকেই আইন নিজের হাতে তুলে নিচ্ছে। তা বন্ধ করতে সকলের কাছে আহবান জানান তিনি। তবে পোষাক ছাড়া কোনো আসামিকে গ্রেপ্তার না করারও নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।'</p> <p style="text-align:justify">স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা আরো বলেন, 'যে কোনো মূল্যে ঘুষ বন্ধ করতে হবে। সকল নিয়োগ ও বদলী-পদোন্নতিতে কোনো প্রকার অনৈতিক আশ্রয় নেওয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পুলিশের অপেশাদার আচরণ, ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/09/1733731958-ddbdcd8b85c7b97534333e121e3b9632.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পুলিশের অপেশাদার আচরণ, ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/09/1455560" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, 'কোনো রাজনৈতিক দলের সাথে বিবাদে জড়ানো যাবে না। সকলকে মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকারও আহবান জানান তিনি।'</p> <p style="text-align:justify">সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'ভারতীয় মিডিয়াগুলোর অপপ্রচারের বিরুদ্ধে সত্য সংবাদ তুলে ধরতে হবে।'</p> <p style="text-align:justify">দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহবান জানিয়ে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, 'আলু, পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম অনেকটাই বেড়েছে। গত দুই বছর আলুর দাম বাড়লেও কৃষকের থেকে বেশি লাভবান হয়েছে মধ্যস্বত্বভোগীরা। তবে আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।'</p> <p style="text-align:justify">এসময় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের আইজি মো. বাহারুল আলম বলেন, 'সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে আইন-শৃংখলা নিয়ন্ত্রণ করতে চাই।'</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধ হবে, জানালেন ট্রাম্প" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/09/1733730944-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধ হবে, জানালেন ট্রাম্প</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/09/1455557" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হকের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তৃতা করেন, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।</p> <p style="text-align:justify">মতবিনিময় সভায় খুলনা নেভাল এরিয়া কামান্ডার রিয়ার এডমিরাল গোলাম সাদেক, বিজিবি মহাপরিচালক জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, ১০৫ ইনফ্যান্ট্রি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী,</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আইইউবিএটিতে টেকনোক্র্যাটস ভি২: বাংলাদেশের উদ্ভাবন ও সৃজনশীলতার এক ব্যতিক্রমী উদযাপন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/09/1733733829-9bf4989c13221da464270f151d4201b2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আইইউবিএটিতে টেকনোক্র্যাটস ভি২: বাংলাদেশের উদ্ভাবন ও সৃজনশীলতার এক ব্যতিক্রমী উদযাপন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/corporatecorner/2024/12/09/1455566" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, ডিজিএফআই খুলনার কর্ণেল জিএস সৈয়দ আসাদুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন প্রমুখসহ খুলনা বিভাগীয় ও জেলা পর্যায়ের সিভির ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p>