<p>ঝিনাইদহের কালীগঞ্জ থেকে এক হাজার ১৮৭ বোতল ফেনসিডিলসহ বাবুল হোসেন নামের এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাব।</p> <p>শনিবার (৭ ডিসেম্বর) ভোরে কালীগঞ্জ রেলগেট এলাকার একটি ট্রাক থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত বাবুল হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার যদুপুর গ্রামের মৃত জহর আলী দেওয়ানের ছেলে।</p> <p>ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ কালের কণ্ঠকে জানান, সিগন্যাল দেওয়া মাত্রই ঘটনাস্থলে ট্রাক রেখে কৌশলে পালানোর চেষ্টা করলে বাবুলকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে ট্রাকের পেছনের ত্রিপল দিয়ে ঢাকা তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।</p>