<p>নরসিংদীর রায়পুরায় গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে বর্তমান ইউপি মেম্বার ও সাবেক সংরক্ষিত নারী ইউপি মেম্বার নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার নজরপুর-মেথিকান্দা এলাকায় এ ঘটনা ঘটেছে। </p> <p>নিহতরা হলেন- চান্দেরকান্দি ইউপি ৮ নম্বর ওয়ার্ড মেম্বার মানিক মিয়া (৫০) ও সাবেক নারী ইউপি মেম্বার কল্পনা বেগম (৩২)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতের ৪৯ মিডিয়ায় বাংলাদেশ নিয়ে ভুয়া খবর : রিউমার স্ক্যানার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/07/1733540371-df7a9e50f8c0afa5ee644878da269766.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতের ৪৯ মিডিয়ায় বাংলাদেশ নিয়ে ভুয়া খবর : রিউমার স্ক্যানার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/07/1454777" target="_blank"> </a></div> </div> <p>ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, স্থানীয় আবিদ হাসান রুবেল ও হারুনুর রশীদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত দুজন রুবেল অনুসারী বলে জানা গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য কত হওয়া ভালো, বিজ্ঞান যা বলে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/07/1733554608-08a1f71f272b7991e44f57f4a3bf491c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য কত হওয়া ভালো, বিজ্ঞান যা বলে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/07/1454811" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় সূত্র জানায়, উপজেলার নজরপুর-মেথিকান্দা এলাকায় শনিবার ভোরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি হারুনুর রশীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেতে চান্দেরকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে বাড়ির উঠানে মানিক মেম্বারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকেরা। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাবেক নারী ইউপি মেম্বার কল্পনা বেগম নিহত হন। </p> <p>এ ঘটনায় আরো ১০ জন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের রায়পুরা ও নরসিংদী শহরে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সম্ভাবনা থাকলেও বিকশিত হয়নি তৈরি পোশাকের বাইরের কোনো খাত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/07/1733557416-60d1f5c89752ee18d5a5a42cc4d1cbad.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সম্ভাবনা থাকলেও বিকশিত হয়নি তৈরি পোশাকের বাইরের কোনো খাত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/12/07/1454819" target="_blank"> </a></div> </div> <p>রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার বলেন,  গোষ্ঠীগত আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত দুইজন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছে।<br />  </p>