<p style="text-align:justify">পৌর যুবলীগের প্রভাবশালী কর্মী সোহেল রানা ওরফে নাটা সোহেল (৩৮) বিএনপিতে প্রবেশ করেই আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও গুলিবর্ষণ করেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে পুরো শহর।</p> <p style="text-align:justify">শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে পাবনা ঈশ্বরদী হাসপাতাল সড়কে আওয়ামী লীগ নেতা দলিল লেখক সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব ও জাহিদুর রহমান জাহিদের বাড়িতে এ হামলা করা হয়।</p> <p style="text-align:justify">হামলায় শিকার হাবিব ও জাহিদের পরিবার সূত্রে জানা যায়, বিকেলে সোহেল রানা ওরফে নাটা সোহেল পিস্তল, ধারালো রামদা, চাপাতি, লোহার পাইপসহ ১২-১৫ জন সশস্ত্র বাহিনী নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির তালাবদ্ধ দরজা ভাঙার চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে দুই রাউন্ড গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক ছড়ায় তারা। এরপর তারা বাড়িতে ইট ও পাথর টুকরো নিক্ষেপসহ জানালা ভাঙচুর করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আওয়ামী লীগ থেকে নেতাদের সাবধান থাকতে বললেন শামা ওবায়েদ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/06/1733502525-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আওয়ামী লীগ থেকে নেতাদের সাবধান থাকতে বললেন শামা ওবায়েদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/06/1454608" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">প্রত্যক্ষদর্শী ও সিসি টিভি ফুটেজে দেখা যায়, ঘটনার সময় সোহেল রানা ওরফে নাটা সোহেল সশস্ত্র বাহিনী নিয়ে হাসপাতাল সড়কে মহড়া দেয়। এরপর তারা বাড়ি দুটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দুই রাউন্ড গুলিবর্ষণ করে। এতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হাসপাতালে যাতায়াতকারী ও রোগী বহনকারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।</p> <p style="text-align:justify">এ বিষয়ে পৌর বিএনপি (বর্তমানে কমিটিহীন), যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল নেতারা অভিযোগ করে বলেন, কলেজ ছাত্রদলের সাবেক নেতা রফিকুল ইসলাম নয়ন পৌর শহরে নিজের দখলে নিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন থেকে সন্ত্রাসীদের নিজের সঙ্গে নিয়েছে। শহরে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে বিএনপির সুনাম ক্ষুণ্ন করছে। কিন্তু দীর্ঘদিন ধরে পৌর ও উপজেলা বিএনপির কমিটি না থাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে বিএনপির সুনাম ক্ষুণ্নকারীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।</p> <p style="text-align:justify">হামলায় শিকার আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব মুঠোফোনে বলেন, এ ব্যাপারে হামলাকারী সোহেল রানা ওরফে নাটা সোহেলকে প্রধান করে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।</p> <p style="text-align:justify">এ ব্যাপারে অনেক চেষ্টা করেও ঈশ্বরদী কলেজ ছাত্রদলের সাবেক নেতা রফিকুল ইসলাম নয়ন ও যুবলীগ থেকে বিএনপিতে এসে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলাকারী সোহেল রানা ওরফে নাটা সোহেলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।</p> <p style="text-align:justify">ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুর রহমান শহিদ বলেন, হামলার বিষয়টি জানা নেই। থানায় কোনো অভিযোগও দায়ের করা হয়নি। অভিযোগ দায়ের করা হলে তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে। </p>