<p style="text-align:justify">চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p style="text-align:justify">পুলিশ জানিয়েছে, ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত দুদিন ধরে ভৈরবে অবস্থান করছিল। ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়। কিন্তু চন্দনের খোঁজ পাচ্ছিল না ডিবি। গতকাল তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন। </p> <p style="text-align:justify">ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, সন্ধ্যার পর থেকে ভৈরব রেলস্টেশনে অবস্থান নেন তারা। সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব রেলস্টেশনে নামেন চন্দন। নেমে স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। পরিকল্পনা ছিল রাত গভীর হলে শ্বশুরবাড়ি যাবেন। তবে রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। </p> <p style="text-align:justify">ওসি শাহিন আরো জানান, চন্দনকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে গ্রেপ্তারের তথ্য চট্টগ্রাম কোতোয়ালি থানায় জানানো হয়েছে। চট্টগ্রাম থেকে পুলিশ এলেই আসামি চন্দনকে হস্তান্তর করা হবে।</p>