<p style="text-align:justify">উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন কমে আসছে তাপমাত্রা। সেই সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। বেশিরভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এই জেলাটিতে। গত ৭ দিন ধরে টানা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চীনের সহায়তায় চিকেন নেকের কাছে বিমানঘাঁটি তৈরির তথ্য ভুয়া" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733121855-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চীনের সহায়তায় চিকেন নেকের কাছে বিমানঘাঁটি তৈরির তথ্য ভুয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/02/1452986" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় জেলার তেঁতুলিয়ায়। গতকাল রবিবার ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে বর্তমানে দিনের প্রচণ্ড রোদ আর রাতে অনুভূত হচ্ছে শীত। গত এক সপ্তাহের ব্যবধানে জেলার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে আসে। সেই সঙ্গে শুরু হয় শীতের আবহ। রাতভর চলে কুয়াশাপাত। <br /> কোনো কোনো দিন হালকা কুয়াশা থাকে সকাল পর্যন্ত। তারপরেই সূর্যের দেখা মিলে। প্রচন্ড রোদ। তাপমাত্রা উঠে যায় ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে বর্তমানে যে শীত চলছে, তাতে এ জেলার মানুষ চলাফেরা করতে অভ্যস্ত। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিটরুটকে কেন সুপারফুড বলা হয়, এটা কেন খাবেন?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733122162-eb935669c45405844c35aafbd5fe43d7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিটরুটকে কেন সুপারফুড বলা হয়, এটা কেন খাবেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/02/1452988" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এদিকে দরিদ্র শীতার্তদের জন্য এবার এক লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তার মধ্যে ২ হাজার শীতবস্ত্র এসেছে। এসব শীতবস্ত্র বিতরণ শুরু হয়ে গেছে। </p> <p style="text-align:justify">তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, টানা ৭ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মৃদু শৈত্য প্রবাহের পূর্বাভাস রয়েছে। <br />  </p>