<p>খুলনার খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘আমি ও পাতিবাবু একসঙ্গে থাকতে চাই’, পাগলা মসজিদের দানবাক্সে প্রেমিক-প্রেমিকাদের চিঠি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/01/1733033997-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘আমি ও পাতিবাবু একসঙ্গে থাকতে চাই’, পাগলা মসজিদের দানবাক্সে প্রেমিক-প্রেমিকাদের চিঠি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/01/1452601" target="_blank"> </a></div> </div> <p>আজ রবিবার (১ ডিসেম্বর) সকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে এবং সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাজারের ব্যাগ থেকে ভেসে এলো নবজাতকের কান্নার আওয়াজ, অতঃপর..." height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/01/1733030901-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাজারের ব্যাগ থেকে ভেসে এলো নবজাতকের কান্নার আওয়াজ, অতঃপর...</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/01/1452585" target="_blank"> </a></div> </div> <p>ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ ছিল হিংসুক, সংকীর্ণমনা, বেদরদী ও বেপরোয়া। তারা না আল্লাহকে ভয় করেছে, না মানুষকে সম্মান ও সমীহ করেছে। আওয়ামী লীগ আমলে সারা বাংলাদেশে কাড়ি কাড়ি লাশ আর ছোপ ছোপ রক্ত ছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বইঠার মাধ্যমে লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসে ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে খুনের পর ঠাণ্ডা মাথায় মিথ্যা অভিযোগ দিয়ে সাজানো সাক্ষী আর পাতানো কোর্ট দিয়ে জামায়াতের শীর্ষনেতাদের হত্যা করে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দুর্ঘটনার কবলে আগরতলা-ঢাকা বাস : হামলার কথা নাকচ করলেন চালক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/01/1733040624-1c7e89c3694f352a9c98241cec343367.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দুর্ঘটনার কবলে আগরতলা-ঢাকা বাস : হামলার কথা নাকচ করলেন চালক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/01/1452632" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, ‘বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তাদের হত্যার পর আলো বন্ধ করে হত্যাকারীদের পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছিল। কারা এ খুনের নেপথ্য নায়ক, কারা সিদ্ধান্ত গ্রহণকারী, কারা সহযোগিতাকারী তা এখনো দেশবাসী জানতে পারেনি।’</p> <p>এ সময় ডুমুরিয়া হিন্দু কমিটির নেতা কৃষ্ণা নন্দী তার বক্তব্যে বলেন, ‘নৌকার দিন শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ।’</p> <p>ইসকন নেতা চিন্ময় প্রসঙ্গে তিনি বলেন, ‘চিন্ময়ের সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় থাকবে না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জানুয়ারিতে শতভাগ বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : গণশিক্ষা উপদেষ্টা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/01/1733047830-bb0539e38a0bbccfd78c345448c2f33e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জানুয়ারিতে শতভাগ বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : গণশিক্ষা উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/01/1452661" target="_blank"> </a></div> </div>