<p>ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় চালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় মহাসড়কের দৌলবাড়ী এলাকায় খাদিজা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।</p> <p>মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নজরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।</p> <p>স্থানীয় বাসিন্দা ও আহতরা জানায়, শনিবার সন্ধ্যায় কুমিল্লামুখী একটি বাস চৌদ্দগ্রাম পৌর এলাকার চান্দিশকরা এলাকায় পৌঁছালে ওই গ্রামের অরুণ চক্রবর্তীর ছেলে ভনু চক্রবর্তী (৪০), তরুণ চক্রবর্তী (৪৬), সম্পন্ন চক্রবর্তী (৯) ও জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের এবাদুল হকের ছেলে জাহিদুল হকসহ (২৪) কয়েকজন যাত্রী বাসটিতে ওঠে। বাসটি দৌলবাড়ী এলাকায় খাদিজা হোটেলের সামনে পৌঁছালে দাঁড়িয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান চালকের সহকারী। আহত হন ভনু, তরুণ, সম্পন্ন ও জাহিদুল হকসহ অজ্ঞাতপরিচয় আরো একজন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চৌদ্দগ্রামে নিরাপত্তাকর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729318753-39a0462490243837dc3279de280c2a61.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চৌদ্দগ্রামে নিরাপত্তাকর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/19/1436741" target="_blank"> </a></div> </div> <p>হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সোলেমান বাদশা জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।</p> <p>মিয়াবাজার হাইওয়ে থানা উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে বাসচালকের সহকারী আবুল কালামের (৫০) লাশ ও গাড়িটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।</p>