<p>ফরিদপুরের ভাঙ্গায় ছয় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) তাদের আটকের বিষয়টি সাংবাদিকদের জানায় পুলিশ। </p> <p>আটকরা হলেন কামাল খান (৪৫) ও তার স্ত্রী তাসলিমা বেগম (৩৫)। তারা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামের বাসিন্দা। রবিবার রাতে হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকার খাঁ কান্দা থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।</p> <p>ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মাদক মামলা করা হয়েছে।</p>