<p>নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ আহত হয়েছেন। গতকাল রবিবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের বাগডোব গ্রামে ওই ঘটনা ঘটে।</p> <p>আহতদের মধ্যে পার-বাগডোব গ্রামের আব্দুল খালেকের ছেলে নাসিরুল ইসলাম ও নাজমুল ইসলাম এবং বাগডোব গ্রামের মৃত সের মাহমুদের ছেলে শাহজাহান আলীকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে মূমুর্ষ অবস্থায় নাজমুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঘুষের টাকা পকেটে নিয়ে এসআই মাহফুজুর বলেন ‘গুনে নেওয়া সুন্নত’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/11/1731308065-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঘুষের টাকা পকেটে নিয়ে এসআই মাহফুজুর বলেন ‘গুনে নেওয়া সুন্নত’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/11/1445320" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় ইউপি সদস্য ওয়ারসেল আলী বলেন, ‘পার-বাগডোব গ্রামের আওয়ামী লীগ কর্মী জামাল হোসেনের সাথে একই গ্রামের বিএনপি কর্মী মোজাহার আলীর দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। ৫ আগস্টের ঘটনার পর জামাল আত্মগোপনে ছিলেন। গতকাল রবিবার রাতে বাগডোব বাজারে মোজাহারের পানের আড়তের সামনের সড়ক দিয়ে জামাল বাড়ি যাচ্ছিলেন। এ সময় মোজাহার পথ রোধ করে তর্কে লিপ্ত হলে মোজাহারের ভাতিজা নাজমুল ও নাসিরুল জামালকে চর-থাপ্পর দেন।’</p> <p>তিনি আরো বলেন, ‘বিষয়টি জানাজানি হলে বাগডোবের সেলিম ও মাহাবুলের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে শতাধিক আওয়ামী লীগ কর্মী মোজাহারের পান আড়তে হামলা চালান। এদিকে তাদের প্রতিহত করতে বিএনপিরও শতাধিক কর্মী সেখানে জড়ো হন। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অবরোধ গড়াল তৃতীয় দিনে, এখনো বন্ধ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/11/1731305041-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অবরোধ গড়াল তৃতীয় দিনে, এখনো বন্ধ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/11/1445307" target="_blank"> </a></div> </div> <p>বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনায় দুই দলের লোক থাকলেও তা ব্যক্তিগত দ্বন্দ্ব। এ বিষয়ে মোজাহার আলী অভিযোগ দিয়ে গেছেন।’</p>