<p>হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের একঢালা গ্রামে লোকালয়ে আসা একটা লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। </p> <p>বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে ওই গ্রামের কৃষক খলিলুর রহমান তার বাড়িতে বাঁশ কাটার সময় প্রাণীটিকে উদ্ধার করেন। পরে তিনি চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাতে বিষয়টি অবহিত করেন।</p> <p>খলিলুর রহমান জানান, তিনি বাঁশ কাটার সময় হঠাৎ নড়াচড়া দেখতে পেয়ে বানরটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছেন। এটি দেখার জন্য সেখানে অনেক লোকজন ভিড় জমায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঝিনাইদহে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা খারিজ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730378939-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঝিনাইদহে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা খারিজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/31/1441222" target="_blank"> </a></div> </div> <p>হবিগঞ্জ বন্য প্রাণী কর্মকর্তা তোফায়েল তরফদার জানান, বানরটিকে উদ্ধার করে রেমা-কালেঙ্গা বনে অবমুক্ত করা হবে। লজ্জাবতী বানর বাংলাদেশের একমাত্র নিশাচর বানর। মাথা গোলাকার, মুখ চ্যাপ্টা, কান ও লেজ ছোট এবং মায়াবী চোখ দুটো বেশ বড়। অত্যন্ত লাজুক স্বভাবের কারণে এদের নাম লজ্জাবতী বানর। চিরসবুজ ও বৃষ্টিপাতপূর্ণ ঘন বন, বাঁশঝাড় এদের পছন্দ। বর্তমানে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বের বনগুলোতে এদের দেখতে পাওয়া যায়। বাংলাদেশে বিপন্ন এই প্রজাতি সবচেয়ে বেশি পাচারের ঝুঁকিতে রয়েছে।</p>