<p>টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজশিক্ষার্থী ইমনের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর। সোমবার (অক্টোবর) বিকেলে গণঅধিকার পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে এই সহায়তা প্রদান করেন তিনি। </p> <p>এর আগে নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তার আশ্বাস দেন সাবেক ভিপি নূরুল হক নূর।</p> <p>এ সময় নূর, উচ্চতর সদস্য ও দপ্তর সম্পাদক শাকিলউজ্জামান, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, নিহত ইমনের ছোট ভাই সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।</p> <p>১৮ আগস্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ইমন। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন কলেজ ছাত্র ইমন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।</p> <p>ইমন গোপালপুর উপজেলার নলীন নইমুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ভূঞাপুরের অলোয়া মনিরুজ্জামান স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করে গোপালপুরের হেমনগর ডিগ্রি কলেজে ভর্তি হন।</p>