<p>বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে গুলিতে নিহত হওয়া সিরাজগঞ্জের এনায়েতপুরের শিহাব আহমেদ (১৭) এইচএসসি পরীক্ষার ফলাফলে ৪.০৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।</p> <p>সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী শিহাব বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল। ফলাফল প্রকাশের পর শিহাবের বন্ধু ও সহপাঠীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ফলাফল শিট পোস্ট দিয়ে সকলের কাছে শিহাবের জন্য দোয়া চেয়েছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বৃহস্পতিবার দেশে ফিরছেন সাকিব আল হাসান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728994298-c4a7ac9fae46383349c14db7b985881c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বৃহস্পতিবার দেশে ফিরছেন সাকিব আল হাসান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/15/1435418" target="_blank"> </a></div> </div> <p>এনায়েতপুরের আজুগড়া গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী শফি উদ্দিনের ৩ ছেলের মধ্যে শিহাব সবার বড়। </p> <p>প্রসঙ্গত, সরকার পতনের এক দফা আন্দোলন চলাকালে ৪ আগস্ট এনায়েতপুরে ছাত্র-জনতার মিছিলে অংশ নেন শিক্ষার্থী শিহাব। একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ চলাকালে গুলিতে শিহাবসহ ৩ জনের মৃত্যু হয়। এসব ঘটনায় দায়ের করা পৃথক ৩টি মামলায় সিরাজগঞ্জ-৫ আসনের (বেলকুচি ও চৌহালী) সাবেক এমপি আব্দুল মমিন মন্ডলকে আসামি করা হয়েছে। একই দিনে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও অস্ত্র লুট এবং ১৫ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আলাদা আরেকটি মামলা করেছে পুলিশ।</p>