<p style="text-align:justify">লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে খাদিজা আহমেদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৩ অক্টোবর) সকালে রামগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ টামটা গ্রামের জামতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। </p> <p style="text-align:justify">শিশু খাদিজা জামতলী বাজার এলাকার হাজী রুস্তম আলী বাড়ির ব্যবসাতী মো. রাসেল মিয়ার মেয়ে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আদানির সঙ্গে চুক্তি বাতিলের বাস্তবতা কী?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/13/1728802038-3d66aa80894d21813167fb31f512a9a4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আদানির সঙ্গে চুক্তি বাতিলের বাস্তবতা কী?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/10/13/1434670" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত কিরে রাসেল মিয়া জানান, তার ৫ মেয়ে। খাদিজা চতুর্থ সন্তান। ৫ মেয়েকে সকালে নাস্তা খাইয়ে তার মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। তখন মেয়েরা বাইরে খেলছিল। কিছুক্ষণ পর খাদিজাকে দেখতে না পেয়ে তার মা ও বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। </p> <p style="text-align:justify">কোথাও না পেয়ে বাড়ির পুকুরে খাদিজাকে ভাসতে দেখেন তারা। পরে খাদিজাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/13/1728802111-c8c291a2bc7d7f9113a5367cb57fe5d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/13/1434671" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ঘটনাটি আমাদের কেউ জানায়নি। খোঁজ নেওয়া হবে।</p>