<p style="text-align:justify">মৃত্যুর প্রায় আড়াই মাস পেরিয়ে গেছে। শহীদ ওয়াসিম আকরাম শান্তিতে ঘুমিয়ে আছেন মাটির কবরে। কিন্তু পৃথিবীতে এখনো রয়ে গেছে তার কৃতিত্বের স্বাক্ষর। বুধবার (৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেই পরীক্ষায় পাস করেছেন গণতন্ত্রের জন্য শহীদ হওয়া ওয়াসিম আকরাম। সেই কৃতিত্ব দুনিয়ার চোখে দেখে যেতে পারলেন না তিনি।</p> <p style="text-align:justify">কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর গত ১৬ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে চট্টগ্রাম মহানগরের মুরাদপুরের কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা ওয়াসিম। তিনি ছিলেন কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ার বাসিন্দা আর চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।</p> <p style="text-align:justify">বুধবার বিকেলে ওয়াসিমের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ফল জানতে পারে তার পরিবার। ওই ফল পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।</p> <p style="text-align:justify">শহীদ ওয়াসিম আকরামের ছোট বোন সাবরিনা ইয়াসমিন বলেন, ‘আমরা পাঁচ ভাই-বোন। এদের মধ্যে ভাই দুজন। ভাইদের মধ্যে ওয়াসিম ছোট এবং ভাই-বোনদের মধ্যে তৃতীয়। আমার ভাই অনার্স পরীক্ষায় ভালো ফল করেছেন। তার রেজাল্ট আমরা হাতে পেয়েছি। আমার ভাই বেঁচে থাকলে আজ অনেক খুশি হতেন। ভাইয়ের ভালো ফল শুনে আমার মা-বাবা দুজনই কান্না করছেন।’ তিনি বলেন, ‘ওয়াসিম ভাই নেই, তার এই ফল দিয়ে কী হবে?’</p> <p style="text-align:justify">ওয়াসিমের ফল ফেসবুকে শেয়ার দিয়ে তার বন্ধু জাহেদুল ইসলাম লিখেছেন, ‘আজ ওয়াসিমের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় প্রথম শ্রেণিতে পাস করেছে সে। কিন্তু রেজাল্ট শোনার আগেই ঘাতকের বুলেট তার জীবন-প্রদীপ কেড়ে নিয়েছে।’</p> <p style="text-align:justify">কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ার দক্ষিণ মেহেরনামা এলাকার বাসিন্দা ওয়াসিম। দুই ভাই তিন বোনের মধ্যে তৃতীয় তিনি। তার বাবা সৌদিপ্রবাসী শফিউল আলম ও মা জোসনা বেগম। তিনি ২০১৭ সালে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৯ সালে বাকলিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে তিনি চট্টগ্রাম কলেজে সমাজবিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হন। ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।</p> <p style="text-align:justify">প্রসঙ্গত, ওয়াসিম আকরাম নিহতের ঘটনায় গত ১৮ আগস্ট নগরীর পাঁচলাইশ থানায় মা জোসনা বেগম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৮ জনকে আসামি করা হয়।</p>