<p>চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ শাহারুল ইসলাম (৩৭) নামের  এক ব্যক্তিকে আটক করেছেন সেনা সদস্যরা। বুধবার (৯ অক্টোবর) উপজেলার শিল্প নগরী দর্শনার মোবারকপাড়া থেকে তাকে আটক করা হয়। </p> <p>শাহারুল দর্শনা মোবারক পাড়ার পেয়ার আলির ছেলে। তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। </p> <p>অভিযান সূত্র জানায়, চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল আবেদীনের নেতৃত্বে দর্শনার মোবারক পাড়ায় অবৈধ অস্ত্র বিরোধী অভিযান পরিচালনা করে শাহারুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তার বাড়ির পেছন থেকে মাটির নিচে পুঁতে রাখা একটি অত্যাধুনিক বিদেশি (মেড ইন ইউএসএ) পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। </p> <p>উল্লেখ্য একই দিন দুপুরে একজন অজ্ঞাত ব্যক্তি দর্শনায় বেসরকারি এনজিও বুরো বাংলাদেশের অফিসে ঢুকে এক কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি চেষ্টা করে। তখন তিনি চিৎকার দিলে একটি বোমা সাদৃশ্য বস্তু রেখে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত।</p>