<p>নারায়ণগঞ্জের সোনারগাঁয় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে আমরা সোনারগাঁ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ। কোনো সন্ত্রাস, জঙ্গিবাদ বা মাদকসেবীদের সোনারগাঁ বিএনপিতে স্থান নেই।’</p> <p>গতকাল বুধবার চর কামালদী যুব ক্রীড়াসংঘের আয়োজনে সোনারগাঁ উপজেলার চর কামালদী বালুর মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় আনন্দবাজার একাদশ ও বারদী একাদশ মুখোমুখি হয়। খেলায় ২-১ গোলে আনন্দবাজার একাদশ চ্যাম্পিয়ন হয়।</p> <p>খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নোয়াগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি ড. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক শাহজাহান মেম্বার, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, নোয়াগাঁ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার প্রমুখ।</p> <p>পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে তাঁরা আনন্দবাজার একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি ও বারদী একাদশকে রানার্সআপ ট্রফি তুলে দেন। </p>