<p style="text-align:justify">আমলাতান্ত্রিক এবং কেতাবি ঘেরাটোপ থেকে বেরিয়ে রাষ্ট্র পরিচালনার স্টাইল পরিবর্তন করতে না পারলে ছাত্র-জনতার অভ্যুত্থানের বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্যোগ সফল হবে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকার তো বটেই, ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন; তারা যেন দেশ পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের স্টাইলের পরিবর্তন নিয়ে আসে।</p> <p style="text-align:justify">শনিবার (৫ অক্টোবর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের স্মরণে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের-পিপিআরসির দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।</p> <p style="text-align:justify">হোসেন জিল্লুর বলেন, ‘এই যে এত বড় কার্যক্রম, সংস্কার। আমরা বাংলাদেশকে কেমন করতে চাই। এই আকাঙ্ক্ষা উচ্চারিত হয়েছে এবং আত্মত্যাগের মধ্যেই এটা হয়েছে। কিন্তু আগানোর পথটা নির্ধারণে আমরা যদি আমলাতান্ত্রিক স্টাইলে কাজ করি, তাহলে সেটা হবে না।’</p> <p style="text-align:justify">তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা মনে করেন, ‘আমাদের রাষ্ট্র পরিচালনার স্টাইল পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। মাঠ বাস্তবতার সঙ্গে ঢাকার আলোচনা সমন্বয় না হলে কাঙ্ক্ষিত সংস্কারও অর্জিত হবে না। শেলফে বন্দি হবে কার্যকর রাষ্ট্র নির্মাণের আকাঙ্ক্ষা। মাঠের সঙ্গে কেন্দ্রের ফাঁকগুলো কমিয়ে আনা দরকার। বিশেষ করে মাঠের মধ্যে যারা আছেন, মাঠ বাস্তবতায় যারা সরকারের হয়ে মাঠে কাজ করছেন। তাদের কথা বেশি করে শুনতে হবে কেন্দ্রকে। দূরত্ব কমাতে হবে মাঠ এবং ঢাকার।’</p> <p style="text-align:justify">হোসেন জিল্লুর বলেন, ‘যদি মাঠ বাস্তবতাকে সমন্বয় করা না হয়, তাহলে আমলাতান্ত্রিকতার ঘেরাটোপের মধ্যে আমাদের এত বড় আকাঙ্ক্ষা, স্বপ্ন সংস্কার সীমাবদ্ধ হয়ে যাবে। আরেকটা হচ্ছে আমরা শুধু তাত্ত্বিক, এক্সপার্ট বা কেতাবি সমাধানের দিকে পরিচালিত হবো। যা ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে কখনোই বাস্তবে রূপ দিতে পারব না।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘এখন সরকার চালানোর স্টাইলের মধ্যে একটা অন্যতম পরিবর্তন আনা দরকার। কারণ আমাদের স্টাইলটাই হয়ে গিয়েছিল আমলাতান্ত্রিক এবং মাঠ বাস্তবতা উপেক্ষা করে। সংস্কারে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে পরিবর্তন আনতে ব্যর্থ হয়। তাহলে ছাত্র-জনতার অভ্যুত্থান আকাঙ্ক্ষা কখনোই পূরণ হবে না।’</p> <p style="text-align:justify">হোসেন জিল্লুর বলেন, ‘বিষয়টা হলো কেতাবি সমাধান এবং আমলাতান্ত্রিক ঘেরাটোপের মধ্যে সমাধানের চেষ্টা, এই দুই বিপদ থেকে বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশ পরিচালনার স্টাইলের মধ্যে পরিবর্তন আনা দরকার। সেটা যদি না করা হয় তাহলে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বুক শেলফেই বন্দি হয়ে পড়বে।’</p> <p style="text-align:justify">হোসেন জিল্লুর বলেন, এই সংস্কার বলি বা কার্যকর রাষ্ট্র নির্মাণের কথা বলি। সব কিছুতেই তৃণমূল বা মাঠ বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে। সরকারকে মাঠ বাস্তবতাগুলোতে প্রতিনিয়ত নজরে আনা দরকার। তার ভিত্তিতে তারা যে নীতি বা সহায়তা বা সংস্কারের চিন্তা করছে সেগুলো যেন বাস্তবভিত্তিক হয়।</p> <p style="text-align:justify">পিপিআরসির উদ্যোগে শুক্র ও শনিবার জাফরপাড়া মাদরাসা মাঠে বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎক দিয়ে জটিলসহ বিভিন্ন রোগ নির্ণয়, প্রেসক্রিপশন, প্রয়োজনীয় অস্ত্রপাচার এবং ওষুধপত্র দেওয়া হয়। এ সময় ব্র্যাকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p>